হোম » সারাদেশ » বগুড়া জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল ১১টায় রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ডাঃ মকবুল হোসেন পেয়েছেন আনারস প্রতীক। অন্যদিকে কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ১২ ওয়ার্ডে ৩২ জন সাধারণ সদস্য ও চার ওয়ার্ডে ১৫ জন সংরক্ষিত সদস্যের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বগুড়া জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচনে ভোটারসংখ্যা ১ হাজার ৬২৫। এর মধ্যে দুজন মারা গেছেন। ভোটারদের মধ্যে আছেন উপজেলা পরিষদের ১২ জন চেয়ারম্যান, ২৪ ভাইস চেয়ারম্যান, বগুড়ার ১২ পৌরসভার ১২ মেয়র, ১৬০ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর, ১০৯ ইউপি চেয়ারম্যান এবং ১ হাজার ৩০৮ জন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য।

Loading

error: Content is protected !!