হোম » সারাদেশ » রাণীশংকৈলে মুক্তিযোদ্ধারা পেল ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড

রাণীশংকৈলে মুক্তিযোদ্ধারা পেল ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড

মোঃ সবুজ ইসলাম রাণীশংকৈল: দেশব্যাপী মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও আধুনিক স্মার্ট কার্ড প্রদান করছে সরকার। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৬৫ জন মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের মাঝে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৩সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপজেলা প্রশাসনের আয়োজনে সার্টিফিকেট ও স্মার্ট আইডি র্কাড বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না। আরোও উপস্থিত ছিলেন আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক,সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সাংবাদিকসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

Loading

error: Content is protected !!