হোম » সারাদেশ » ভৈরবে শারদীয় দর্গোৎসব সামাজাজি সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত 

ভৈরবে শারদীয় দর্গোৎসব সামাজাজি সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত 

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপনে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখার লক্ষ্যে আজ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।
ভৈরব উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এসময় উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের একান্ত সচিব শাখাওয়াত উল্লাহ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহআলম মোল্লা, শহর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ। এছাড়াও পূজা কমিটির সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

Loading

error: Content is protected !!