হোম » সারাদেশ » আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় জয়ী বেগমের সাফল্য

আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় জয়ী বেগমের সাফল্য

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এ পল্লীগীতি ও লোকগীতি শাখায় বগুড়া শেরপুরের জয়ী বেগম ২য় স্থান অর্জন করেছে। গত রবিবার রাজধানীর পিটিআই হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। উক্ত প্রতিযোগিতায় বগুড়া শেরপুরের জয়ী বেগম তার সুরের মূর্ছনা ছড়িয়ে পল্লীগীতি ও লোকগীতি শাখায় ২য় স্থান অর্জন করেছে।
জয়ী বেগম বগুড়া শেরপুরের উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। জয়ী বেগম তার এই সাফল্যে সংবাদ কর্মীদের জানায়  আমার এই সাফল্যের জন্য আমার সংগীত গুরু বগুড়া শেরপুরের সুর সারগাম সংগীত বিদ্যালয়ের পরিচালক আব্দুল আলীম স্যার, রোজিনা আলীম স্যার, বিমল চন্দ্র কবিরাজ, তার বাবা দিলদার হোসেন দিলু ও মা মাহবুবা বেগমের অবদান বেশি। বড় হয়ে জয়ী বেগম সুরের মূর্ছনা ছড়িয়ে একজন আলোকিত মানুষ হতে চায়।

Loading

error: Content is protected !!