হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকের সমর্থনে মতবিনিময় সভা

আলফাডাঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকের সমর্থনে মতবিনিময় সভা

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সদর ইউনিয়নে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগ নেতা মো. আশিকুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ইউনিয়নের চর বাকাইল গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আশিককে সমর্থন জানিয়ে অনেকে বক্তব্য দেন।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী আশিক গ্রামবাসীর উদ্দেশ্যে বক্তব্যে বলেন, আপনারাই আমার শক্তি, আপনারাই আমার সাহস। আপনাদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে আমি কৃতজ্ঞ। জানা যায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলফাডাঙ্গা উপজেলার গুরুত্ববহ ৩ নং আলফাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশিক সম্প্রতি তার ইউনিয়নে নিয়মিত সময় দিচ্ছে। নির্বাচনের পূর্ব মুহুর্তে প্রচার প্রচারণা আর পরিচিতি লাভ করার জন্য ব্যাপক ভাবে গনসংযোগ করে বেড়াচ্ছেন তিনি। গ্রামের নতুন ভোটারদের ভোটের মাঠে আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। নির্বাচন সামনে রেখে কৌশল অবলম্বন করে ছোট ছোট আয়োজনের মাধ্যমে তার বেশ ভূষণ ইতিমধ্যে এলাকার সর্বস্থরের লোকজনদেরকে জানান দিয়েছে।
আশিক বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সম্পাদক ও আলফাডাঙ্গা আওয়ামী যুবলীগের একজন সক্রিয় কর্মী।

Loading

error: Content is protected !!