হোম » সারাদেশ » উল্লাপাড়ায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার উল্লাপাড়া এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে। এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্টানে অন্যানের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টু প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিযোগিতায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ৩ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।

Loading

error: Content is protected !!