হোম » সারাদেশ » উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ক্যাসিনো সাগর দল থেকে অভ্যাহতি

উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ক্যাসিনো সাগর দল থেকে অভ্যাহতি

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মিনি ক্যাসিনো খেলা পরিচালনা করতে গিয়ে সামিউল ইসলাম সাগর নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এসময় তার কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, টাকা পুলিশ জব্দ করে। মঙ্গলবার বেলা ১ টায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ তাকে জুয়া মামলায় জেল হাজতে পাঠিয়েছে।

এ ঘটনায় উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সামিউল ইসলাম সাগর কে সদস্য পর থেকে অভ্যাহতি দিয়েছে। বুধবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।

সামিউল ইসলাম সাগর রাজনৈতিক পরিচয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড,ভূমি দখল, চাঁদাবাজি মাদক ব্যবসা সহ (মিনি ক্যাসিনো) জুয়া খেলা পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।

Loading

error: Content is protected !!