হোম » সারাদেশ » বগুড়ায় চার্জার ফ্যানের দাম বেশি রাখায়, ভোক্তা অধিকারের জরিমানা !!

বগুড়ায় চার্জার ফ্যানের দাম বেশি রাখায়, ভোক্তা অধিকারের জরিমানা !!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় চার্জার ফ্যানের দাম বেশি রাখায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৩ জুলাই) সকালে শহরের মেরিনা রোডের নদী বাংলা ইলেকট্রনিক্স মার্কেটে এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ অভিমানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতেখারুল আলম রিজভী জানান, শনিবার সকালে শহরের নদী বাংলা কমপ্লেক্স মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় আল মদিনা ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স স্টোর এ তদারকি করে দেখা যায় চার্জার ফ্যান বিক্রয়ের ক্ষেত্রে ফ্যান প্রতি ১২০০ হতে ২০০০ টাকা পর্যন্ত অবৈধভাবে লাভ করছেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।

Loading

error: Content is protected !!