হোম » সারাদেশ » লালমনিরহাটে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

লালমনিরহাটে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক সাব্বির আহমেদের উপর হামলা চালিয়েছে কাদের ও গফুর বাহিনীর সন্ত্রাসীরা। সংবাদকর্মী সাব্বির আহমেদ বলেন, বুধবার (১৫ জুন) বিকাল ৫টার দিকে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন সুন্দ্রহবি গ্রামে ৪/৫জন সন্ত্রাসী অস্ত্র, লাঠি নিয়ে গতিরোধ করে রাস্তায় সাংবাদিকদের অস্ত্রের মুখে জিম্মি করে হামলা করে। শারীরিকভাবে চরম লাঞ্ছিত মারধর ও তার ক্যামরা ১০হাজার টাকাসহ বেশ কিছু জিনিস ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলা হয়।
এ সময় উক্ত কাদের বাহিনী ও গফুর বাহিনীর সাংবাদিক সাব্বির আহমেদকে তাদের বিরোধী কোন সংবাদ করলে প্রান নাশের হুমকি ও প্রধান করে ও তাদের এলাকায় ভবিষ্যতে প্রবেশ না করা ও মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। বর্তমান সে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। যার বেড নং-১৩। এ ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটি এম গোলাম রসুল ঘটনার কথা স্বীকার করে বলেন, বিষয়টি শুনেছি তারা অভিযোগ দিয়েছে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
error: Content is protected !!