হোম » সারাদেশ » ইনক্রিমেন্ট বন্ধের প্রতিবাদে রাবি শিক্ষকদের কলম বিরতি 

ইনক্রিমেন্ট বন্ধের প্রতিবাদে রাবি শিক্ষকদের কলম বিরতি 

রাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনে ইনক্রিমেন্ট স্থগিত রাখার প্রতিবাদে প্রতীকী কলম বিরতি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি আয়োজন করে রাবি শিক্ষক সমিতি ।
কর্মসূচিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কুদরত ই জাহানের সঞ্চালনায় সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, ইনক্রিমেন্ট প্রদান আর্থিক বিষয় নয় এটি শিক্ষকদের মর্যাদার সঙ্গে জড়িত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার মাধ্যমে জ্ঞান তৈরী করে তারা তাদের মেধাগুলোকে বিকশিত করছে। এ গবেষণা জাতি ও দেশ গঠনে ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের সঙ্গে জনগণের নানা আকাঙ্খা পূরণ করে দেশকে এগিয়ে নিচ্ছেন। কিন্তু শিক্ষকদের মর্যাদা,অধিকারের প্রশ্নে ইনক্রিমেন্ট বন্ধ করে আমাদের আকাঙ্খা স্বপ্ন পূরণ হয়নি। পিএইচডি করার জন্য শিক্ষকদের অধিকার থেকে বঞ্চিত করে গবেষণা সম্ভব নয়। আমরা চাই ইউজিসির গবেষণার জন্য ইনক্রিমেন্ট চালু রাখুক।
এসময় বক্তারা আরও বলেন,”পিএইচডি ডিগ্রি অর্জনকে জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে পদার্পণের দরজাস্বরূপ বিবেচনা করা হয়। বিষয়টিকে গুরুত্বের সাথে গ্রহণ না করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ঘোষিত ইনক্রিমেন্ট প্রদান কার্যক্রম স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিক্ষার মানসহ দেশের সার্বিক উন্নয়নের প্রক্রিয়াকে চরমভাবে প্রভাবিত করবে।
তারা আরও বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহ শুধু জ্ঞান সৃজন ও বিতরণ নয়, বরং পাঠদানের পাশাপাশি জ্ঞান সৃষ্টির লক্ষ্যে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে দেশীয় ও আন্তর্জাতিক নানা গবেষণার সাথে সম্পৃক্ত থাকেন। শিক্ষা তথা গবেষণা খাতে সরকারের অর্থ বরাদ্দের পরিমাণ আগের চেয়ে বেড়েছে। কিন্তু এখনো তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। গবেষকদের জন্য আকাঙ্ক্ষিত প্রণোদনা এখনো আশাব্যঞ্জক নয়। এই পরিস্থিতিতে পিএইচডি পর্যায়ের গবেষণা করে ডিগ্রি অর্জনের জন্য ইনক্রিমেন্ট তথা বেতন বৃদ্ধির সুযোগটি ছিল গবেষকদের জন্য একটি বিশেষ উদ্দীপনা।
উক্ত প্রতীকী কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মাইনুল হক রানা, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. শাহেদ জামান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামিম হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হাসনা হেনাসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন ।
error: Content is protected !!