হোম » সারাদেশ » বগুড়ার ধুনটে কৃষকের ক্রয়কিত জমি জবর দখল করে ঘর নির্মাণ

বগুড়ার ধুনটে কৃষকের ক্রয়কিত জমি জবর দখল করে ঘর নির্মাণ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে এক কৃষকের জমি জবর দখল করে অবৈধভাবে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ১নং নিমগাছি ইউনিয়নের নিমগাছি (কোদলা পাড়া) গ্রামের কৃষক মোঃ গোলজার রহমানের ক্রয় কৃত সম্পত্তি দখল করে ঘর নির্মাণ করছেন প্রতিবেশী মোঃ তোজাম্মেল হক ও তাহার লোকজন। রোববার (১৫ই মে) সকালে সরজমিনে গিয়ে জানা যায়, নিমগাছী মৌজা, জে,এল নং ০৩, খতিয়ান নং১০১৩,৯৯৪, দাগ নং ২৩৬০,২৩৫৯, জমি পরিমাণ ০৬ শতক ও ০৫ শতক মোট ১১শতক জমি ক্রয় করে নিয়ে এক বছর যাবত ভোগ দখল করিয়া আস ছিলেন  মোঃ গোলজার রহমান।

তাহার ক্রয় কিত সম্পত্তিতে জোরপূর্বক গত শনিবার বিকাল থেকে  প্রতিবেশী মৃতঃ মুনছের আলীর ছেলে মোঃ তোজাম্মেল হক, মোঃ অসিম, মোঃ শাকিল, মোঃ সোলায়মান (খোকা), মোঃ সোহেল, মোঃ অহিদুলসহ অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তি জোরপূর্বক তাহার ক্রয় কৃত সম্পত্তিতে ঘর নির্মাণ করছেন, বলে জানান ভুক্তভোগী মোঃ গোলজার রহমান,তাহার ক্রয় কৃত সম্পত্তিতে ঘর নির্মাণ করা নিষেধ করলে তখন তারা তাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি হুমকি প্রদান করে এবং তাকে মারার জন্য চেষ্টা করে বলে জানান ক্রয় কৃত সম্পত্তির মালিক। রিপোর্ট লেখা কালীন থানায় ও কোর্টে  কোন অভিযোগ দায়ের হয়নি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

error: Content is protected !!