হোম » সারাদেশ » ধুনটে গ্যাস ট্যাবলেট সেবনে ক্ষুদ্র আদা ও রসুন ব্যবসায়ীর আত্মহত্যা

ধুনটে গ্যাস ট্যাবলেট সেবনে ক্ষুদ্র আদা ও রসুন ব্যবসায়ীর আত্মহত্যা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে রানা মিয়া (২২) নামের এক ক্ষুদ্র আদা ও রসুন ব্যবসায়ী গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে।  পজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা পাড়ের কৈয়াগাড়ি জাংলাদহ গ্রামে গোয়াল ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ব্যক্তি  কৈয়াগাড়ি গ্রামের মোঃ আজিজুর রহমান  এর ছেলে  রানা মিয়া। নিহত ব্যক্তির বাবা আজিজুল রহমান সংবাদকর্মীদের বলেন, যমুনা নদীর ভাঙ্গনে সহায় সম্বল হারিয়ে আমরা অনেটাই নিঃস্ব। নিঃস্ব পরিবারের ছেলে রানা মিয়া বিভিন্ন এনজিও ও স্থানীয় ভাবে ধার দেনা করে ক্ষুদ্র আদা ও রসুন ব্যবসা করে জীবিকা নির্বাহ করতো।

বর্তমানে ঋনের বোঝা বেড়ে যাওয়ায় ছেলেটি বেশ কিছুদিন যাবত মানুষিক ভারসাম্যহীনের মতো চলাফেরা করতো।   সোমবার (০৯ই মে) রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। তার ধারনা পরিবারের সদস্যদের অগোচরে রাতের যে কোন সময় গোয়াল ঘরে গিয়ে গ্যাস ট্যাবলেট সেবন করে সে আত্মহত্যা করেছে। মঙ্গলবার(১০ই মে) বেলা ১১ টা ঘটিকার সময় বাড়ির পাশে গোয়াল ঘরে রানা মিয়ার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।  পরে পুলিশ রানা মিয়ার লাশ উদ্ধার করে।  ধুনট থানার উপ পরিদর্শক এসআই মোঃ মনজুর মোরর্শেদ জানান, রানা মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!