হোম » সারাদেশ » জামালপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ে কর্মশালা

জামালপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ে কর্মশালা

রবিউল হাসান লায়ন, জামালপুর: জামালপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিকের অংশগ্রহণের মাধ্যমে দিনব্যাপী মানবাধিকার সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে এবং নারী সাংবাদিক সংঘের ব্যবস্থাপনায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও বাসসের সাংবাদিক খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ডেইলি আওয়ার টাইমসের যুগ্ম বার্তা সম্পাদক শাহনাজ পলি এবং ডেইলি সানের সিনিয়র রিপোর্টার আহমদ উল্লাহ। প্রশিক্ষণ শেষে জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
error: Content is protected !!