হোম » সারাদেশ » জাপানের রাষ্ট্রদূত সিদ্ধিরগঞ্জ লেক পরিদর্শন

জাপানের রাষ্ট্রদূত সিদ্ধিরগঞ্জ লেক পরিদর্শন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ লেক পরিদর্শন করলেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এসময় তিনি সিদ্ধিরগঞ্জ লেকে বৃক্ষরোপণের পাশাপাশি লেকটি ঘুরে ঘুরে দেখেন।

বুধবার (২৩মার্চ) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, নারায়ণগঞ্জে অতীতের চেয়ে অনেক বেশি উন্নয়ন হয়েছে। অনেক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজে জাইকা অর্থায়ন করে।

কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বর্তমান সরকার দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, এ লেকের কাজটি শেষ হলে এটি অন্যতম বিনোদনকেন্দ্রে পরিণত হবে। এছাড়া এখানকার মানুষ স্বাচ্ছন্দে চলাফেরার পাশাপাশি লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবে।তাছাড়া এই লেকটি এখানকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

এসময় তার সাথে জাইকার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মােঃ নাজমুল হাসান, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের পরিদর্শক (অপারেশন) আবু বকর সিদ্দিক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, প্রকল্পটির পরিচালক কামরুল হুদা বাবু প্রমুখ।

error: Content is protected !!