হোম » সারাদেশ » বগুড়ার শেরপুরে ইয়াবা বিক্রয়কারী প্রেপ্তার

বগুড়ার শেরপুরে ইয়াবা বিক্রয়কারী প্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় কুসুম্বি ইউনিয়নে ৫০পিস ইয়াবাসহ ইউসুফ আলী (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। সে কুসুম্বি ইউনিয়নের দক্ষিন আমইন গ্রামের দুলু মিয়ার ছেলে। সোমবার (২১ই মার্চ) শেরপুর থানায় তার বিরুদ্ধে মাদসদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তাকে দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা যায়, উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত রবিবার রাত্রিতে নিজ বাড়ি থেকে ইয়াবা বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার এসআই সাচ্চু বিশেষ অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ ইউসুফ আলীকে হাতে নাতে আটক করে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদকসহ আটককৃত যুবক মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Loading

error: Content is protected !!