হোম » সারাদেশ » হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই বাইক আরোহী নিহত

হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই বাইক আরোহী নিহত

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (৩০) ও শামিম হোসেন (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার বড়খাতা মাজার এলাকা ও হাতীবান্ধা সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই সড়কের বড়খাতা মাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আরিফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান। তার বাড়ি বড়খাতা ইউনিয়নের পশ্চিম সাড়ডুবি এলাকায়। তার বাবার নাম সফিয়ার রহমান।
একই সময় উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় ট্রাকের ধাক্কায় শামিম হোসেন নামে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ি ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকায়। তার বাবার নাম আবু তাহেব রব্বানী। হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Loading

error: Content is protected !!