হোম » সারাদেশ » লালমনিরহাটে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ

লালমনিরহাটে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ২টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জ রংপুরের বাস্তবায়নে ৩দিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকা। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ। বক্তব্য রাখেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জ রংপুরের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ ছাদেকুল ইসলাম প্রমুখ। এ প্রশিক্ষণে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্কুল শিক্ষক, ইমাম, পুরোহিত, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মী ও অন্যান্যসহ ৩০জন অংশগ্রহণ করেন।

Loading

error: Content is protected !!