হোম » সারাদেশ » বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে বৈরাগীর ভিটায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খনন কাজের উদ্বোধন

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে বৈরাগীর ভিটায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খনন কাজের উদ্বোধন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে দীর্ঘ দিন বন্ধ থাকার পর বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে প্রত্নসম্পদ সংরক্ষণ, প্রদর্শন ও প্রাপ্ত পূরাকীর্তির ইতিহাস ঐতিহ্য খুঁজে বের করা ও গবেষনার উদ্দেশ্যে আবার খনন কার্যের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মহাস্থানগড়ের ঢিবির উপর অবস্থিত বৈরাগীর ভিটা নামক স্থানে রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উক্ত খননের ফিল্ড ডাইরেক্টর ড.মোছাঃ নাহিদ সুলতানা এ খনন কার্যের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান ও উক্ত খনন দলের দলনেতা রাজিয়া সুলতানা এবং সদস্য প্রধান নকশা অঙ্কনকারী মোঃ আফজাল হোসেন মন্ডল, আলোকচিত্রকর মোঃ আবুল কালাম আজাদ, সার্ভেয়ার মোঃ মুরশিদ কামাল ভূঁইয়াএবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিজস্ব উদ্যেগে এ খনন কাজ চলবে বলে জানা গেছে। আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা জানান, ১৯৩৪-১৯৩৬ সালে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ কে এন দীক্ষিত প্রথমবার  ঐতিহাসিক এ বৈরাগীর ভিটায় খনন কাজ শুরু করেছিলেন। সরজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ১৫-১৬ জন শ্রমিক খনন কাজ করছেন। এক মাসব্যাপী এ খনন কাজে প্রতিদিন প্রায় ১৫-২০ জন শ্রমিক নিয়মিত কাজ করবেন। দেখা যায় শ্রমিকরা খনন কাজে দেশীয় যন্ত্র খাইতি, কুর্নি ও কোদাল ব্যবহার করছেন। পরিচালক ড. নাহিদ সুলতানা আরো জানান খনন কাজ সম্পন্ন হলে মার্চের শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তের তত্ত্বাবধানে মহাস্থানগড়ে পুরাকীর্তির উপর একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।

Loading

error: Content is protected !!