হোম » সারাদেশ » বেদে পেশা মন্দা হওয়ায় ছিনতাইকে বেছে নিয়েছেন

বেদে পেশা মন্দা হওয়ায় ছিনতাইকে বেছে নিয়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ তিন নারী ছিনতাইকারীকে আটক করেছে। রবিবার উপজেলা সদরের পাঁচরাস্তা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন পারভীন বেগম (২০), শারমিন বেগম (২২) ও মৌসুমী বেগম (২৪)। এদের কাছ থেকে দুটি স্বর্ণের আংটি ও ২১০০ টাকা উদ্ধার করা হয়েছে। এরা সবাই বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, উপজেলার পশ্চিম খাদা গ্রামের নাছিমা বেগম রায়েন্দা বাজারের স্বর্ণকারের দোকান থেকে দুটি স্বর্ণের আংটি মেরামত করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাঁচরাস্তা মোড়ে নাদিয়া ফার্মেসীতে ওষুধ কিনতে ঢুকলে ছিনতাইকারী পারভীন বেগম কৌশলে তার ভেনেটি ব্যাগ খুলে দুটি আংটি এবং ২১০০ টাকা বের করে নিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় পাশের লোকজন দেখে ধাওয়া করে তাকে ও তার দুই সহযোগীকে ধরে ফেলেন।

শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, এই ছিনতাই চক্রে ১০-১২জন সদস্য রয়েছেন। এরা কয়েকটি দলে ভাগ হয়ে উপজেলা সদরের রায়েন্দা বাজারসহ বিভিন্ন এলাকা ছিনতাইয়ে লিপ্ত হয়। এদের দলে পুরুষ সদস্যও রয়েছেন। এরা সবাই বেদে সম্প্রদায়ের। বর্তমানে বাগেরহাটের খানহাজান আলী (রহ.) মাজার এলাকায় বসবাস করছেন এরা। বেদে পেশা মন্দা হওয়ায় ছিনতাইকে বেছে নিয়েছেন তারা। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

Loading

error: Content is protected !!