হোম » সারাদেশ » খুলনায় হাসপাতালে এসির সিলিন্ডার বিস্ফোরণে আহত ২

খুলনায় হাসপাতালে এসির সিলিন্ডার বিস্ফোরণে আহত ২

খুলনা প্রতিবিধি: খুলনার মনিপাল এএফসি হসপিটালের এসির সিলিন্ডার বিস্ফোরণে রনি (৩২) ও রাজু (৩৪) নামের দুইজন আহত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) মহানগরীর সোনাডাঙ্গাস্থ হাসপাতালে রাত সাড়ে ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদের পার্শ্ববর্তী গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের এসি নষ্ট হওয়ায় বাইরে থেকে রনি ও রাজু নামে দুজন মিস্ত্রি এসে সেটি মেরামত শুরু করে। এসির জন্য গ্যাসের সেন্ট্রাল বয়াতে গ্যাস ভরতে আসছিলেন তারা। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে থাকা দুই মিস্ত্রী গুরুতর আহত হয়েছে। এর মধ্যে রাজুর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে গাজী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালর ভর্তি করা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দূর্ঘটনা ঘটেছে। আহতদের অন্য একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Loading

error: Content is protected !!