হোম » সারাদেশ » রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজারে যানজট নিরশনকল্পে আরও একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজারে যানজট নিরশনকল্পে আরও একটি ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের পুরাতন বগুড়া রোড নামে পরিচিত হাটপাঙ্গাসী বাজারে মাঝে মাঝেই সৃস্টি হয় তীব্র যানজট। ফলে মূল্যবান সময় নস্ট হচ্ছে। সঠিক সময়ে গন্তব্যস্হলে পৌচায়তে পারছে না এ পথের হাজারো জনসাধারণ। বিশেস করে শনিবার হাটবার হওয়ায় এমনটি হচ্ছে বলে মনে করেন অত্র এলাকার জনসাধারণ। এদিকে যানজট নিরশন রোধকল্পে উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ রোড ধরে হাটপাঙ্গাসী বাজার মৃত নূর মোহাম্মাদ নুড়ার বাড়ী হয়ে  সিরাজগঞ্জ সদর ইসলামপুর ঈদগাহমাঠ পর্যন্ত ইছামতি নদীর ওপর বিকল্প হিসেবে সোজা আরোও একটি ব্রিজ নির্মানের মতামত ব্যক্ত আরোপ করেন অনেকেই। এ ব্যাপারে ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম নান্নু বলেন, প্রতি মঙ্গলবার ও শনিবার হাটবার হওয়ায় মাঝে মধ্যেই সৃস্টি হয় যানজট। তবে কেউ যাতে সড়কের যেখানে সেখানে গাড়ি পার্কিং করে যানজট সৃস্টি করতে না পারে সে জন্য বিশেষ বিশেষ যায়গায় গ্রাম-পুলিশের টহল জোরদার করা হয়েছে। এদিকে হযরত শাহ জালাল (রাঃ) ইলেক্ট্রনিক্স এন্ড গিফ্ট কর্ণারের মালিক এম, মঞ্জুর হাসান বলেন, বর্তমান চেয়ারম্যানের বিশেষ ভূমিকায় হাটপাঙ্গাসী বাজারের যানজট আগের চেয়ে অনেকাংশ কমে গেছে। তারপরেও ঐতিহ্যবাহী হাটপাঙ্গাসী বাজার যানজটমুক্ত করার জন্য বিকল্প হিসেবে ইছামতি নদীর ওপর আরোও একটি ব্রিজ নির্মাণ করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন অত্র এলাকাবাসী।

error: Content is protected !!