হোম » সারাদেশ » বগুড়ায় যাত্রী সেজে অটোভ্যান ছিনিয়ে নিয়ে বৃদ্ধ ভ্যান চালক হত্যার ঘটনায় স্বামী-স্ত্রীসহ পাঁচজন গ্রেফতার

বগুড়ায় যাত্রী সেজে অটোভ্যান ছিনিয়ে নিয়ে বৃদ্ধ ভ্যান চালক হত্যার ঘটনায় স্বামী-স্ত্রীসহ পাঁচজন গ্রেফতার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ থানার মেকামতলা টু সোনাতলার আমঝুপি এলাকায় যাত্রী সেজে অটোভ্যান ছিনিয়ে নিয়ে বৃদ্ধ ভ্যান চালককে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।  শনিবার (২৯ই জানুয়ারি) বগুড়া জেলার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- শিবগঞ্জ থানার রহবল পশ্চিম পাড়ার মৃত আবুল মন্ডলের ছেলে সাইদুর মন্ডল ওরফে মগা (৩২), পলাশগাছি হিন্দুপাড়ার চান মন্ডলের ছেলে মজনু মন্ডল (৩২), মজনুর স্ত্রী মাহমুদা বেগম (২৫), মজনুর ভগ্নিপতি কালু বাড়ির মৃত ইসমাইল হকের ছেলে মজনু (৩৬) এবং একজন সন্দিগ্ধ আসামী।  পুলিশ সুপার জানান, গত ১৬ ডিসেম্বর শিবগঞ্জ থানার মেঘাখর্দ দক্ষিণ পাড়ার বৃদ্ধ হাফিজার রহমান গাছুকে চা এর ভিতর চেতনা নাশক ওষুধ খাইয়ে অটোভ্যান ছিনিয়ে নিয়ে তাঁকে ফেলে যায় ছিনতাইকারী চক্র।
পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়ার এক পর্যায়ে ১৮ ডিসেম্বর মারা যায়। এ ঘটনায় ২০ ডিডেম্বর ভিকটিমের পুত্র আমিনুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এসপি আরও জানান, নারী আসামী মাহমুদাকে যাত্রী বানিয়ে অভিনব কায়দায় বৃদ্ধ ভ্যান চালক হাফিজারকে ডাকুমারা নিয়ে গিয়ে তাঁকে চেতনা নাশক ওষুধ সেবন করিয়ে হত্যা করে আসামীরা। ছিনিয়ে নেয়া অটোভ্যান উদ্ধার করেছে পুলিশ। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। আসামীদের সাতদিনের রিমান্ডের আবেদন করা হতে পারে।

Loading

error: Content is protected !!