হোম » সারাদেশ » নওগাঁয় এশিয়ান টেলিভিশনের ১০তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁয় এশিয়ান টেলিভিশনের ১০তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নয় পেরিয়ে দশে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এ শ্লোগানে নওগাঁয় এশিয়ান টেলিভিশনের ৯ম বর্ষে পূর্তি ও ১০তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ন্যাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় এশিয়ান টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি উত্তাল মাহমুদ এর আয়োজনে শহরের কেডির মোড় জননী ট্রেনিং সেন্টারের সামনে থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জননী ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অল রশীদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সভাপতি বিজয় টিভি, ভোরের পাতার জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানি, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল,সহসভাপতি খোরশেদ আলম, জননী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আকরামুল হোসেন, এশিয়ান টেলিভিশনের মান্দা উপজেলা প্রতিনিধি আবু রায়হান, পোরশা প্রতিনিধি শাহ আলম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এশিয়ান টেলিভিশনের ৯তম জন্মদিনের কেক কাটা শেষে সবাইকে মিষ্টি মূখ করানো হয়।

error: Content is protected !!