হোম » সারাদেশ » শ্যামনগরে ৩ টি ইউনিয়নে উৎসবমূখর ভোট গ্রহণ শেষ 

শ্যামনগরে ৩ টি ইউনিয়নে উৎসবমূখর ভোট গ্রহণ শেষ 

মারুফ বিল্লাহ রুবেল. শ্যমনগর: পঞ্চম ধাপে বুধবার  (০৫ জানুয়ারী ) সাতক্ষীরায় শ্যামনগর উপজেলার ৩টি ইউনিয়নে মধ্যে শ্যামনগর সদর ইউনিয়ন, ভুরুলিয়া ইউনিয়ন, ঈশ্বরীপুর ইউনিয়নে উৎসবমূখর পরিবেশর ভোটগ্রহণ চলছে। ৩টি ইউনিয়নে ২৭টি কেন্দ্রে ৭০৫৮২ জন ভোটার রয়েছেন। আজ বুধবার  সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোন রকম বিরতি ছাড়াই বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ৩টি ইউনিয়নের মধ্যে সব কেন্দ্র  সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে ইতোপূর্বে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হয়। এদিকে ভোটকেন্দ্রগুলোতে ভোটাররা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন বলে জানান। সকাল থেকে ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।
ভোটকেন্দ্রগুলোর আশেপাশে শোভা পাচ্ছে প্রার্থীদের প্রতীক সম্বলিত পোস্টার। নান্দনিক রূপে সেজেছে প্রতিটি ভোটকেন্দ্র। ভোটকেন্দ্রে পুলিশ, র‍্যাব, আনসার বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার একাধিক টিম দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর জানান, পঞ্চম ধাপে শ্যামনগর উপজেলায় ৩টি ইউনিয়নে হবে।

Loading

error: Content is protected !!