হোম » সারাদেশ » ভৈরবে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ভৈরবে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ভৈরবে মাদক মামলার জিল্লু মিয়া নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে  গ্রেফতার করেছে র‍্যাব১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা।  গোপন সংবাদের ভিত্তিতে  মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জিল্লু মিয়া‘কে ভৈরর পৌর শহরের কমলপুরের আমলাপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে। ৩ জানুয়ারি সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জিল্লু মিয়া ভৈরব পৌর শহরের কমলপুরের আমলাপাড়া এলাকার মৃত জুলমত মিয়ার ছেলে। র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী জিল্লু মিয়া ভৈরব পৌর শহরের কমলপুরের আমলাপাড়া এলাকায় নিজ বাড়িতে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে আছে।

এমন তথ্যের ভিত্তিতে ৩ জানুয়ারি ভোর সাড়ে ৫টায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে গ্রেফতারী সাজা ওয়ারেন্ট মূলে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিজয়নগর থানার মামলা নং-৪৩/২০, তারিখ ২২/০১/২০২০ ইং, ধারা-২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) ধারায় বর্ণিত টেবিলের ১০(ক) ক্রমিকের আওতায় দোষী সাব্যস্থ করে ০৩ (তিন) বৎসর সশ্রম কারাদন্ড এবং ৬০০০/- (ছয় হাজার) টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন। অর্থদন্ড অনাদায়ে আরো ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

error: Content is protected !!