হোম » সারাদেশ » নবাবগঞ্জে নবনির্বাচিত মেম্বারের বাসায় চুরি

নবাবগঞ্জে নবনির্বাচিত মেম্বারের বাসায় চুরি

আব্দুল কাদের: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহামুদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ  হাফিজুল ইসলাম  ও সংবাদকর্মী দৈনিক ডেল্টা টাইমস পত্রিকা এবং আবডেট টিভির নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি আর কে ওসমান আলীর বাড়িতে  রাতের আধারে দুধর্ষ  চুরির ঘটনা ঘটেছে ।
মঙ্গলবার দিবাগত রাতে চোর চক্রের সদস্যরা প্রাচীর টপকে বাসায় ঢুকে একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, গ্যাসের চুলা ও গ্যাস সিলিন্ডার সহ যাবতীয় জিনিস চুরি করে নিয়ে গেছে।  বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য নিজেই। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, এ বিষয়ে থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

error: Content is protected !!