হোম » সারাদেশ » বাসাইলে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বাসাইলে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন

অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ বই উৎসব না হলেও বাসাইলে আনন্দঘন পরিবেশে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। শনিবার (১ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ।

বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সদানন্দ পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মণিশংকর রায় প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই উপহার দেওয়া বর্তমান সরকারের সবচেয়ে বড় সফলতা। করোনার জন্য বই উৎসব করতে না পারলেও আজ থেকে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য এ বছর উপজেলার ৭৯ টি প্রাথমিক ও ৪৪ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বই বিতরন করা হয়।

error: Content is protected !!