হোম » সারাদেশ » বাসাইলে ঠিকানা’র শীতবস্ত্র বিতরণ

বাসাইলে ঠিকানা’র শীতবস্ত্র বিতরণ

অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ঠিকানা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় প্রথম দফায় ৫০টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। জানা যায়, ঠিকানা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মাঝিপাড়া এলাকার বাসিন্দা ৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এ বছর আরও ৭টি দরিদ্র অধ্যুষিত এলাকায় এ কম্বল বিতরণ করা হবে।

কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেল, ঠিকানারকর্মী মল্লিকা পারভীন, রাশেদা আক্তার, নাজমুল হোসেন, সোহেল হাসান, বাদশা মিয়া, মোস্তফা মিয়া, আকিব হায়দার, আরিফ হোসেন প্রমুখ।

Loading

error: Content is protected !!