হোম » সারাদেশ » দাগনভূঞায় ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

দাগনভূঞায় ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

মোঃআবদুল মুনাফ পিন্টু: ফেনীর দাগনভূঞা উপজেলা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন  ২০২১ উপলক্ষে সকল প্রতিদ্বন্দ্বী,  রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর বিকেল তিনটায় আতাতুর্ক স্কুল মিজান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গাজালা পারভিন রুহী’র সঞ্চালনায় উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটওয়ারি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, ফেনী ৪ বিজিবির লে. কর্নেল আবদুর রহিম, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। প্রার্থীদের মাঝে বক্তব্য দেন জায়লস্কর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান  প্রার্থী মামুনুর রশিদ মিলন, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের মেম্বারগন ও জনপ্রতিনিধি।
প্রধান অতিথির বক্তব্য বলেন, দাগনভূঞা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ। কোন প্রকার অনিয়ম মেনে নেয়া হবেনা। এ বিষয়ে জনপ্রতিনিধিসহ প্রার্থী ও ভোটারদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Loading

error: Content is protected !!