হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে ইউপি নির্বাচন-২০২১ উপলক্ষে প্রার্থীদের সাথে আচরণ বিধি ও আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে ইউপি নির্বাচন-২০২১ উপলক্ষে প্রার্থীদের সাথে আচরণ বিধি ও আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে অংশনেয়া প্রার্থীদের সাথে আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃংখলা সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেমবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুল রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিখি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন।

এ ছাড়াও জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক, উপজেলা নির্বাচন অফিসার মাকসুদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ও সাতপোয়া এবং কামরাবাদ ইউনিয়নের রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার ৭ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার এবং সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীসহ স্থানীয় ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!