হোম » সারাদেশ » বাসাইলে সরিষা নষ্ট হওয়ার আশঙ্কা

বাসাইলে সরিষা নষ্ট হওয়ার আশঙ্কা

অর্ণব আল আমিন, টাঙ্গাইলঃ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বাসাইলে তিন দিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এতে সরিষাসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। সরেজমিন গিয়ে দেখা যায়, বৃষ্টির ফলে বেশিরভাগ জমির সরিষা চারা গাছ পরে গেছে। নিচু জমিতে  পানি জমেছে। উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা যায়, উপজেলায় চার হাজার  ৮২০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।চলতি রবি মৌসুমে উপজেলায় পাঁচ হাজার ৩৯৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে।

উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলী পাড়া গ্রামের চাষি ফনিন্দ্র মন্ডল বলেন, এবছর চারশ শতাংশ জমিতে সরিষা আবাদ করেছি। অসময়ে বৃষ্টির ফলে ক্ষতি হয়ে গেল। সরিষার চারা গাছ পরে গেছে। যদি রোদ উঠে তাহলে ক্ষতি কম হবে।যে জমিতে ফুল আসছে বৃষ্টির ফলে সেই জমির ফুল গুলো নষ্ট হয়ে যাবে।

একই এলাকার খুশি মোহন সরকার বলেন,বৃষ্টি হওয়ায় অনেক ক্ষতি হয়ে গেল। এবছর একশ ৫০ শতাংশ জমিতে সরিষা আবাদ করেছি।জমির সরিষা চারা গাছ গুলো বৃষ্টির জন্য পরে গেছে। অসময়ের বৃষ্টিতে খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার বলেন,  গত বছর সরিষার দাম ভালো থাকায় সরিষা চাষে কৃষকেরা আগ্রহী হন। যে কারণে গত বারের চাইতে বেশি জমিতে সরিষা আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় জমিতে সরিষার ফুল এসেছে। বৃষ্টির পানি জমে না থাকলে দুইদিন রোদ উঠলে সরিষার ক্ষতি হবে না। যদি জমিতে বৃষ্টির পানি জমে থাকে তাহলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

error: Content is protected !!