হোম » সারাদেশ » বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো দুই কলেজছাত্রের !!

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো দুই কলেজছাত্রের !!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের চাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের জাহিদুর রহমানের ছেলে নাহিদ হাসান (২১) ও পাশের কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের শ্রী হৃদয়ের ছেলে শ্রী সম্পদ (২০)। তারা দুইজনই স্থানীয় সামিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির প্রথমবর্ষের ছাত্র।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতরা একটি মোটরসাইকেলযোগে মির্জাপুর বাজার থেকে বাড়ি যাচ্ছিল। পথে ঢাকাগামী বেপরোয়া একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ওই দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।।

Loading

error: Content is protected !!