হোম » সারাদেশ » রায়গঞ্জে ঘনকুয়াশা কমলেও বেড়েছে শীতের তীব্রতা

রায়গঞ্জে ঘনকুয়াশা কমলেও বেড়েছে শীতের তীব্রতা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ  উত্তরাঞ্চলের সিরাজগঞ্জের রায়গঞ্জে গত কয়েকদিন আগে ঘনকুয়াশা দেখা গেলেও গত দু’ দিন ধরে ঘনকুয়াসার মাত্রা কিছুটা কমার কারনে বেড়েছে শীতের তীব্রতা। অবশ্য সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই তা কেটে যাচ্ছে। এদিকে গতকাল সোমবার উপজেলা ঘুরে দেখা যায়নি এখনো কাউকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেস্টা। লখ্য করা গেছে যে যার মতো করে গরম জামা – কাপর গায়ে জড়িয়ে আছে অনেকেই। ধনী ও মধ্যবিত্ত পরিবারগুলো শীত মোকাবেলা করতে পারলেও পারছে না নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষগুলো।

ফলে অসহায় ভাবে জীবন – যাপন করছেন অনেকে। ইতিমধ্যেই আমণ ধান সংগ্রহের জন্য মাঠে নেমে পড়েছেন  উপজেলার কৃষকগণ। মাঠে ঘাটে কাজ করছেন কৃষকেরা। গত কয়েকদিন আগে কুয়াশার কারণে গম, কালাইসহ বিভিন্ন ফসলের খতির আশংকা করলেও এই মূহর্তে তেমন খতির আশংকা করছেন না উপজেলার অধিকাংশ কৃষক। তবে শীত একটু বেশি পড়ার কারণে সন্ধার আগেই হাট – বাজারের কামগাছ শেষ করেই সন্ধার পর পরই চলে যাচ্ছে যে যার গন্তব্যে। তবে বেশির ভাগ মানুষকে এই মূহর্তে দেখা যাচ্ছে উপজেলার বিভিন্ন গ্রাম – গঞ্জের হাট – বাজারে অবস্হিত লেপ – তোশক দোকানগুলোতে।

error: Content is protected !!