হোম » সারাদেশ » ১২টি স্বর্ণের বার জব্দ, আটক ১

১২টি স্বর্ণের বার জব্দ, আটক ১

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ১২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি।  আটককৃত শাহাবুল ইসলাম (৪৪) মেদেনীপুর গ্রামের আলী আহম্মদের ছেলে৷ সোমবার (২৯শে নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মেদেনীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সোমবার রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত মেদেনীপুর বিওপির নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট টহল দল সোমবার সন্ধ্যা ৬টার সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদেনীপুর গ্রামের শেষ প্রান্তে খালপাড়া ব্রিজের উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন এক ব্যক্তি ডিসকভার মোটরসাইকেলযোগে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করেন বিজিবি সদস্যরা।
আটককৃত ব্যক্তির শার্টের পকেট ও প্যান্টের দুই পকেটে কসটেপ দিয়ে ৩টি প্যাকেটে মোড়ানো অবস্থায় ১২টি স্বর্ণের বার (১ কেজি ৩৯৭ গ্রাম) উদ্ধারপূর্বক মোটরসাইকেলসহ তা জব্দ করা হয়। এ ঘটনায় ওয়াসিম মিয়া (৩৫) ও রাশেদ আলী নামে দু’জনকে পলাতক দেখিয়ে জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিকে জীবননগর থানায় সোপার্দ ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
error: Content is protected !!