হোম » সারাদেশ » যাঁরা লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন!

যাঁরা লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন!

মোঃ মাসুদ রানা রাশেদ: রোববার (২৮ নভেম্বর) লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় তা শেষ হয়। প্রাপ্ত ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। উক্ত ফলাফলে বেশির ভাগ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ৪টিতে বাংলাদেশ আওয়ামী লীগ ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।লালমনিরহাট সদর উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মোগলহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ হাবিবুর রহমান (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন। কুলাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ ইদ্রিস আলী (আনারস) প্রতীকে বিজয়ী হয়েছেন। মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আঃ মজিদ (আনারস) প্রতীকে বিজয়ী হয়েছেন।
হারাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ সিরাজুল হক খন্দকার (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন। খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ এস এম খায়রুজ্জামান মন্ডল (ঘোড়া) প্রতীকে বিজয়ী হয়েছেন। রাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মোফাজ্জল হোসেন (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন। গোকুন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আঃ রশিদ সরকার টোটন (আনারস) প্রতীকে বিজয়ী হয়েছেন। পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ গোলাম ফারুক বসুনিয়া (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন। বড়বাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ হাবিবুর রহমান হবি (ঘোড়া) প্রতীকে বিজয়ী হয়েছেন।
এদিকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের ৩টিতে বাংলাদেশ আওয়ামী লীগ ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কালীগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মদাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম বিপ্লব বিজয়ী হয়েছেন। তুষভান্ডার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুর ইসলাম আহমেদ (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন। কাকিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাহির তাহু (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন। চলবলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মিজানুর রহমান মিজু (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন। গোড়ল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরল আমিন বিজয়ী হয়েছেন। ভোটমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফরহাদ হোসেন বিজয়ী হয়েছেন। দলগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইকবাল হোসেন বিজয়ী হয়েছেন। চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ জাহাঙ্গীর আলম (মোটর সাইকেল) প্রতীকে বিজয়ী হয়েছেন।
error: Content is protected !!