হোম » সারাদেশ » দাগনভূঞায় বাজারের নৈশপ্রহরীদের সাথে ওসির জরুরি বৈঠক

দাগনভূঞায় বাজারের নৈশপ্রহরীদের সাথে ওসির জরুরি বৈঠক

দাগনভূঞা ফেনী প্রতিনিধি: দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নিযুক্ত রাত্রিকালীন পাহারাদার (নৈশপ্রহরীদের) সাথে থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদের সাথে বাজারের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে শনিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রাসেদ, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, দাগনভূঞা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ আবদুল্লাহ আল মামুন,
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক  আবদুল মুনাফ পিন্টু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুলফিকার আলম ও সদস্য নূর হোসেন প্রসুখ। এসময় ওসি ইমতিয়াজ  নৈশপ্রহরীদের বাজারের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ইমার্জেন্সি সার্ভিস সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন। তিনিও আরও বলেন, রাত্রিকালীন পুলিশের টহল টিম বাড়ানো হয়েছে। কোনো ঘটনা ঘটলে সাথে সাথে থানা পুলিশকে অবহিত করার কথা বলেন তিনি।

Loading

error: Content is protected !!