হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় ৮ দলীয় সেডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আলফাডাঙ্গায় ৮ দলীয় সেডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৮ দলীয় সেডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।  রবিবার (২৮ নভেম্বর) রাতে পৌরসভার নগরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। নগরকান্দা যুব সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজসেবক মো. তামিম আহমেদ।
উদ্বোধন কালে মো. তামিম আহমেদ বলেন, ‘খেলাধুলা মানসিক চিন্তার বিকাশ ঘটিয়ে আরো প্রাণবন্ত করে তোলে।সমাজ থেকে কুসংস্কার, অন্যায়–অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রিকেট টুর্নামেন্টসহ ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন আরও বেশি করে করতে হবে।এতে করে দেশের সেরা প্রতিভাগুলো বেরিয়ে আসবে। যা দেশের ক্রীড়াজগতকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। তরুণ প্রজন্ম খেলাধুলায় মনোযোগী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।’
এসময় সংগঠনটির সভাপতি মো. হাচান সরদার, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, পরিচালক মো. শফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Loading

error: Content is protected !!