হোম » সারাদেশ » সিরাজগঞ্জে সাংবাদিকদের সাথে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সম্পাদকের মতবিনিময়

সিরাজগঞ্জে সাংবাদিকদের সাথে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সম্পাদকের মতবিনিময়

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : অবহেলিত ও অসহায় মানুষের কথা বলে এই স্লোগানে দৈনিক গণমানুষের আওয়াজ  পত্রিকা এর সম্পাদক  মোঃ আইনুল হক সিরাজগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের হাটিকুমরুল (সিরাজগঞ্জ রোডে) একটি হোটেলে এসভা  অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আইনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম নয়ন , বার্তা সম্পাদক মোঃ আল আমিন  সেলিম, প্রধান প্রতিবেদক এম হিরুন প্রধান, প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সাজেদুর রহমান সাজু, ভিডিও নিউজ এডিটর সরোয়ার হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির সুমন, সলঙ্গা প্রতিনিধি আল আমিন প্রমুখ।

দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সম্পাদক মো. আইনুল হক বলেন, সংবাদ সংগ্রহ এবং উপস্থাপনে সাংবাদিকরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে এবং উপস্থিত সাংবাদিকদের সু-পরামর্শ সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সর্বশেষে তিনি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন এবং পরিশেষে সভা সমাপ্ত হয়।

Loading

error: Content is protected !!