হোম » সারাদেশ » উল্লাপাড়ায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণার দায়ে ৬ আ’লীগ নেতা বহিস্কার

উল্লাপাড়ায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণার দায়ে ৬ আ’লীগ নেতা বহিস্কার

রায়হান আলীঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন এবং দলের বিপক্ষে অপপ্রচারের অভিযোগে তৃনমূল পর্যায়ের ৬ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার এদেরকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কার করা হয়। এরা হলেন, পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক মোঃ কোরবান আলী, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ কলু মন্ডল,

এই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর মন্টু ও সাধারন সম্পাদক জিন্না মন্ডল এবং মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেড. এম. আব্দুল জলিল ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী সামছুল আলম। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, উল্লিখিত নেতারা দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারনায় অংশ নিয়ে দলের শৃংখলা ভঙ্গ করার দায়ে এদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Loading

error: Content is protected !!