হোম » সারাদেশ » হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৭ ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাধবী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জয়ন্ত ছাত্রিনিবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাধবী রানী’র(২২) বাসা পঞ্চগড় জেলার বোদা থানার গোবিন্দগুরু।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. ইয়াসিন প্রধান। সহপাঠী সূত্রে জানা যায়, দুপুর থেকে ওই শিক্ষার্থীর রুম ভেতর থেকে বন্ধ ছিল। প্রায় চার ঘন্টা পর জানালা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দৃশ্যমান হলে ছাত্রীনিবাসের মালিক এসে দরজায় তালা আটকে দেয়। পরবর্তীতে এই খবর সহপাঠীদের কাছে ছড়িয়ে পড়লে সন্ধ্যা সাতটায় কয়েকজন এসে মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রাখেন। এরপর পুলিশ প্রশাসনকে খবর দেয়া হলে তাঁরা আত্মহত্যার স্পটটি পর্যবেক্ষণ করে রাত ৮.৫০ মিনিটে অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যান তদন্তের জন্য।

Loading

error: Content is protected !!