হোম » সারাদেশ » এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তরা ফিরে যাচ্ছে হাতে বানানো লাগড়ির চুলায়

এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তরা ফিরে যাচ্ছে হাতে বানানো লাগড়ির চুলায়

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ দেশে আবারো বাড়ানো হলো (এলপিজি) গ্যাসের দাম। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৫৯ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের মধ্যবিত্ত পরিবার। উপজেলার অধিকাংশ গৃহিনীরা মাটি দিয়ে উন্নত মানের লাগড়ি চূলা বানানোর মধ্য দিয়ে ব্যাস্ত সময় পার করছেন। গৃহিনীরা বলছেন, আগে গ্যাসের দাম কম ছিল, লাগড়ির চুলা তেমন জালাতাম না, প্রায় সময় গ্যাসের চুলাইয়েই রান্না করতাম।
এখন গ্যাসের দাম যেভাবে বেড়েছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবার আজ দিশেহাড়া। মনে হচ্ছে না আর দাম কমবে। তাই বাধ্য হয়েই পুকুরের এটেল মাটি দিয়ে নিত্য – নতুন লাগড়ির চূলা বানিয়েই ব্যবহার করছি। লাগড়িও খুব কম লাগে। অনেক তাড়াতাড়ি ভাত – তরকারি রান্না করা যায়। এদিকে উপজেলার অধিকাংশ গৃহিনীরা বলছেন, গ্যাসের দাম না কমা পর্যন্ত একটু কস্ট করে হলেও তাদের হাতে বানানো লাগড়ির চূলাই ব্যবহার করবেন তারা।

Loading

error: Content is protected !!