হোম » সারাদেশ » সারাদেশে ন্যায় টাঙ্গাইলেও পালিত হচ্ছে শ্রমিকদের ধর্মঘট

সারাদেশে ন্যায় টাঙ্গাইলেও পালিত হচ্ছে শ্রমিকদের ধর্মঘট

অর্ণব আল আমিন: তেল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভোর থেকে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও পালিত হচ্ছে শ্রমিকদের ধর্মঘট।সকাল থেকেই টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। শ্রমিকরা বলছে যদি ডিজেলের দাম বাড়ায় তাহলে যাত্রীদের ভাড়াও বাড়াতে হবে। এর ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

তবে সরজমিনে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় উত্তরবঙ্গমুখী লেনে অসংখ্য পণ্যবাহী ট্রাক, ক্যাভার্ডভ্যানসহ কিছু সংখ্যক দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে।   টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি জানান, সরকার ডিজেলের প্রতি লিটারে ১৫ টাকা করে দাম বাড়িয়েছেন। তবে পরিবহন ভাড়া বৃদ্ধি করা হয়নি। এতে ক্ষতি গ্রস্থ হবেন মালিকরা। বাঁচার তাগিদে শ্রমিক ও মালিকদের সমন্বয়ে পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে।

error: Content is protected !!