হোম » সারাদেশ » রংপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সমন্বয় সভা ও নব নির্মিত ভবনের উদ্বোধন

রংপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সমন্বয় সভা ও নব নির্মিত ভবনের উদ্বোধন

হারুন উর রশিদ সোহেল,রংপুর: রংপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর সিও বাজার বিসিক এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডার ও ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম কামরুল হাসান, এনডিসি,এইচডিএমসি, পিএসসি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ইএমই সেন্টার এ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো: সানোয়ার উদ্দিন এনডিসি, পিএসসি, পিইঞ্জি, স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুর হোসেন বিএসপি,পিএসপি, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান ও রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

এতে রংপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ডেও সচিব মেজর মো: জাহাঙ্গির নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর সেনানিবাসের উধ্বর্তন সাময়িক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে ব্রিটিশ বাহিনীর ১জন প্রাক্তন সৈনিক ও তাদের ১৪ জন বিধবা পত্নীগণের মাঝে রয়েল কমনওয়েলথ এক্ধসঢ়;্র-সার্ভিসেস লীগ (আরসিইএল) হতে প্রাপ্ত অনুদান প্রদান করা হয়। একই দিন রংপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে ২০২১ সালের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ও বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!