হোম » সারাদেশ » লালমনিরহাটে মাদক সম্রাট গ্রেফতার!

লালমনিরহাটে মাদক সম্রাট গ্রেফতার!

মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ৫কেজি গাঁজাসহ মাদক সম্প্রাট রবিউল ইসলাম (৪৫) কে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সহকারী পরিচালক খায়রুল বাশার জানান, ভারতীয় সীমান্ত হয়ে পাচার হওয়া মাদক নিজ বাড়িতে রেখে বিক্রি করছেন মাদক সম্প্রাটখ্যাত রবিউল ইসলাম। এমন একটি গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। এ সময় তার বাড়ি থেকে ৫কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাড়িতে গাঁজা রেখে বিক্রির দায়ে রবিউল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক রবিউলের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Loading

error: Content is protected !!