হোম » সারাদেশ » মিঠাপুকুর ও গঙ্গাচড়ায় আট পরিবারের বসতবাড়ী ভুম্মিভূত, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মিঠাপুকুর ও গঙ্গাচড়ায় আট পরিবারের বসতবাড়ী ভুম্মিভূত, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

হারুন উর রশিদ সোহেল,রংপুর: রংপুরের মিঠাপুকুর ও গঙ্গাচড়া উপজেলায় পৃথক আগ্নিকান্ডে আট পরিবারের বসতবাড়ি ভুস্মিভূত হয়েছে। এতে ওই পরিবার গুলোর নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে এক প্রতিবন্ধীসহ চারজন আহত হয়েছেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। জানা গেছে, রোববার রাত সাড়ে ৭টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের তেঁতুলীয়া -মাঠের হাট সংলগ্ন প্রধান পাড়া গ্রামে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা মিঠাপুকুর ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ঘটনাস্থল প্রত্যন্ত পল্লী গ্রাম হওয়াতে তাদের পৌছাতে দেরি হয়।

এতে ওই গ্রামের আব্দুল মালেক, আব্দুল খালেক, মমিনুল, মোসলেম ও রইচ উদ্দিনসহ ৭টি পরিবারের নগদ টাকা সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ভয়াবহ অগ্নিকান্ডে ভর্ষিভূত হয়। এসময় আগুন নেভাতে গিয়ে ৩জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে রোববার রাতেই ইমাদপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন। নগদ টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেন। মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা বলেন, আগ্নিকান্ডের ঘটনাটি অত্যান্ত দুঃখজনক।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। তাদের ঘর নির্মাণের জন্য টিনসহ সহযোগিতা করার জন্য জেলা প্রশাসককে জানানো হয়েছে। অন্যদিকে রংপুরের গঙ্গাচড়ায় আলমবিদিতর ইউনিয়নের পূর্বমেছনিকুন্ডা গ্রামে গতকাল সোমবার দুপুরে ভয়াবহ আগ্নিকান্ডে শহিদার রহমান (৬৫) নামে এক কৃষকের পাকা বাড়ির ৫টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এঘটনায় বাড়ি মালিকের নাতি রিয়াদ (১২) নামে এক প্রতিবন্ধী শিশু অগ্নিদগ্ধ হয়। খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। গঙ্গাচড়া মডেল থানার এসআই আল মামুন চৌধুরী জানান, রান্নাঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডে ৫টি ঘর, আসবাবপত্র, ফ্রিজ, কাপড়, ধান, চাল, পাট সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়। অগ্নিদগ্ধ শিশু রিয়াদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

error: Content is protected !!