হোম » সারাদেশ » বগুড়ার ধুনট সুলতানহাটা গ্রামে রাতের আঁধারে কালী প্রতিমা ভাঙচুর

বগুড়ার ধুনট সুলতানহাটা গ্রামে রাতের আঁধারে কালী প্রতিমা ভাঙচুর

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে রাতের আঁধারে কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত ২৯-ই অক্টোবর (শুক্রবার) রাতে উপজেলার কালের পাড়া ইউনিয়নের সুলতানহাটা গ্রামে এ ঘটনা ঘটে। ৩০- ই  অক্টোবর (শনিবার) সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে ধুনট থানা-পুলিশকে এ খবর জানান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, কালের পাড়া ইউনিয়নের সুলতানহাটা গ্রামে প্রায় শত বছরের পুরোনো একটি কালীমন্দির রয়েছে। শুক্রবার রাতেও ভক্তরা সেখানে পূজার্চনা করেন। পরে  শনিবার  সকালে তাঁরা গিয়ে দেখেন কালী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তখন স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ধুনট থানার  অফিসার ইনচার্জ (ওসি) কৃপাসিন্ধু বালা বলেন, গত শুক্রবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকার সনাতন ধর্মাবলম্বীরা ভাঙা প্রতিমাটি বিসর্জন দিয়েছেন।

Loading

error: Content is protected !!