হোম » সারাদেশ » রায়গঞ্জে কাজ না থাকায় অলস সময় পার করছেন বেকার যুবক ও দিনমজুর শ্রমিকেরা

রায়গঞ্জে কাজ না থাকায় অলস সময় পার করছেন বেকার যুবক ও দিনমজুর শ্রমিকেরা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে তেমন কোনো কাজ না থাকায় দিনে রাতে অলস সময় পার করছেন উপজেলার বেকার যুবক ও দিনমজুর শ্রমিকেরা। এতে করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। ফলে কেউ ছুটছেন শহরে, কেউ ছুটছেন রাজধানী ঢাকায়। আবার কেউবা পেশা বদল করে কস্ট করে হলেও কাজ করছেন দিন মজুর হিসেবে। কেউ কেউ আবার ইট ভাঙ্গানোর কাজও করছেন। সেখানেও বিপত্তি দেখা যায়। ১/২ দিন কাজ করলে সপ্তাহের ৪/৫ দিনই অলস সময় পার করতে হয় তাদের। উপজেলার শ্রীদাসগাঁতী গ্রামের মোঃ আবু তোরাব জানান,

আমি একজন রট মিস্ত্রি হয়ে কাজ না পেয়ে ইট ভাঙ্গানোর কাজ করে এলাম। আমার মতো অনেকেই মহামারী করোনার পর থেকে কস্টে জীবন – যাপন করছেন। প্রায় সময় বাজারে অথবা বাড়িতেই অলস সময় পার করতে হচ্ছে। এদিকে ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সরকার বলেন, সামনে ইউপি নির্বাচন, হাতে কোনো কাজ নেই এই মূহর্তে। নির্বাচন পর্বর্তী সময়ে বেকারদের জন্য কিছু একটা করা যেতে পারে। আর তাছাড়া কিছুদিন পরেই ঘরে ঘরে আমণ ধান কাটা শুরু হবে। তখন হয়তো উপজেলার শ্রমিকদের এ সমস্যা আর থাকবে না।

error: Content is protected !!