হোম » সারাদেশ » বগুড়ার শিগঞ্জের নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ!

বগুড়ার শিগঞ্জের নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে মাঝিহট্টে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাঝিহট্টের ভাড়াহারে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। হামলাকারীরা অফিসে টাঙিয়ে রাখা  কাঠ ও বাঁশের তৈরি নৌকা আগুনে পুড়িয়ে ফেলেন।

জানা গেছে, ঐ ইউনিয়নে মোট চেয়ারম্যান পদপ্রার্থী ৫জন। এর মধ্যে নৌকার প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর। অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন মো. আকবর আলী তালুকদার, মো. ময়েন উদ্দিন শেখ, মো. মাহফুজার রহমান ও এসকেন্দার আলী সাহানা।

মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গফুর বলেন, ‘ আমার প্রতিপক্ষের লোকজন এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা নৌকার বিরুদ্ধে প্রকাশ্য বক্তব্যও দিচ্ছেন। এ রির্পোট লেখা পর্যন্ত অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিলো।

Loading

error: Content is protected !!