হোম » সারাদেশ » মাসে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪০ শতাংশ

মাসে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪০ শতাংশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: গত ৬ মাসে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। দেশে স্থানীয়ভাবে পর্যাপ্ত উৎপাদন হয় এমন পণ্যের দামও বাড়ছে বাজারে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই’র তথ্য অনুযায়ী, ব্রয়লার মুরগী ১৬০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৯০ টাকা। বেড়েছে চালের দামও।

বাজারে অত্যাবশ্যকীয় দৈনন্দিন পণ্যে দাম যে হারে বাড়ছে তাতে মধ্যবিত্ত, নিম্ন বিত্ত  মানুষের জীবন-যাপন ক্রমসই কঠিন হয়ে উঠছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র তথ্য অনুযায়ী, গত ছয় মাসে, দেশের বাজারে সবচেয়ে বেড়েছিল পেঁয়াজের দাম, প্রায় ৪০ শতাংশ। সরকার আমদানি শুল্ক প্রত্যাহারের কয়েক ঘন্টার মধ্যে কিছুটা দাম কমতে শুরু করে। তবে, চিনি, ভোজ্যতেল, মশুর ডাল, হলুদ, আদা, ব্রয়লার মুরগী, চাল বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

এফবিসিসিআই’র হিসাবে গত ছয় মাসে পণ্যের দাম বৃদ্ধির চিত্রচি নির দাম বেড়েছে ১২.৫০%, ভোজ্যতেল ১২%,পামওয়েল ১৬%,মশুর ডাল ১১%, হলুদ ২০% আদার ১২.৫%, ব্রয়লাম মুরগী ১৫০-১৬০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮৫-১৯০ টাকা।

বেড়েছে চালের দামও।   এসব পণ্যের দাম বৃদ্ধির গ্রহযোগ্য কোন উত্তর নেই ব্যবসায়ীদের কাছে।

Loading

error: Content is protected !!