হোম » সারাদেশ » পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

হারুন উর রশিদ সোহেল,রংপুর: ভারতীয় সহকারী হাইকমিশনার সনজিৎ কুমার ভাট্টি রংপুরের পীরগঞ্জে ধর্মীয় উস্কানিতে হামলা ও
অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের কাছে রোববার রাতের ঘটনার বর্ণনা শুনেন। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের রামনাথপুর ইউনিয়নের করিমপুর কসবাও মাঝিপাড়াসহ ক্ষতিগ্রস্ত হিন্দু পল্লীর বাড়িঘর পরিদর্শন করেন। তবে এসময় ভারতীয় হাইকমিশনার ভাট্টি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। পরিদর্শনকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি এ্যা. হোসনে আরা লুতফা ডালিয়া,রংপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমূল ইসলাম শামীমসহ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

error: Content is protected !!